██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শিক্ষার্থীদের পাশে মুশফিক-তানজিদ-তানজিমরা

একে একে মুখ খুলতে শুরু করেছেন ক্রিকেটাররা।

শিক্ষার্থীদের পাশে মুশফিক-তানজিদ-তানজিমরা

শিক্ষার্থীদের পাশে মুশফিক-তানজিদ-তানজিমরা

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-07-17T13:06:32+06:00

আপডেট হয়েছে - 2024-07-17T14:27:49+06:00

দেশজুড়ে কোটা সংস্কারের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন, স্লোগানে উত্তাল দেশ। তাদের এমন দুঃখের সময়ে পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 মুখ খুলতে শুরু করেছেন ক্রিকেটাররা। 

সবার আগে তাওহিদ হৃদয় এবং শরিফুল ইসলাম শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন। এবার একে একে আরও অনেক ক্রিকেটারই দাঁড়াচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে। নিজেদের ফেসবুক পেইজ থেকে পোস্ট দিয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম এবং আফিফ হোসেন ধ্রুব।

দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’


এছাড়া তানজিদ হাসান তামিম নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া কোন রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’

 

আফিফ হোসেন ধ্রুব লিখেছেন, ‘দেশটা আমাদের সবার।আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের র*ক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রুপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’

 

এছাড়া নুরুল হাসান সোহান লিখেছেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’

 

এছাড়া আরেক তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব চলমান ঘটনাপ্রবাহে টেনেছেন হাদিসের বাণী। তানজিম নিজের ফেসবুকে লিখেছেন, ‘সালিম বিন আবুল জাদ থেকে বর্ণিত : ইবনু আব্বাস (রাঃ) কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে কোন ঈমানদার মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, অতঃপর তওবা করলো, ঈমান আনলো (ইসলাম গ্রহণ করলো), সৎকাজ করলো, অতঃপর হেদায়েত মত চললো। তিনি বলেন, আফসোস তার জন্য! কোথায় তার জন্য হেদায়েত? আমি তোমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি : কিয়ামতের দিন হত্যাকারী তার মাথার সাথে নিহত ব্যক্তির মাথা লটকানো অবস্থায় উপস্থিত হবে। নিহত ব্যক্তি বলবে, হে প্রভু! তাকে জিজ্ঞেস করুন, সে কেন আমাকে হত্যা করেছে? আল্লাহর শপথ! অবশ্যি আল্লাহ্ তাআলা তোমাদের নবীর উপর এ কথা নাযিল করেছেন এবং অতঃপর এমন কিছু নাযিল করেননি যা উক্ত কথাকে রহিত করতে পারে। [২৬২১]

ফুটনোট: নাসায়ী ৩৯৯৯, আহমাদ ১৯৪২, মিশকাত ৩৪৭৮। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৬২১

হাদিসের মান: সহিহ হাদিস

সোর্স: আল হাদিস অ্যাপ’


এছাড়া মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়,তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাইনা আর রক্ত ঝরুক,খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই,শান্তি চাই!'


এর আগে তাওহিদ হৃদয় এবং শরিফুল ইসলাম নিজেদের ফেসবুক পেইজ থেকে শিক্ষার্থীদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছিলেন। সকলেই দেশে চান শান্তি, চাইছেন সকল অশান্তির অবসান। সবার এই চাওয়া পূরণ হওয়াটাই সম্ভবত এখন সবচেয়ে জরুরি বিষয়।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.