সফরের অনুমতি পেলেন লামিচানে, অপেক্ষা আইসিসির অনুমোদনের
সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউ গিনি ও নেপালকে নিয়ে চলতে থাকা ত্রিদেশীয় সিরিজ খেলতে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি দেওয়া হয় তাকে

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-02-28T12:40:41+06:00
আপডেট হয়েছে - 2023-02-28T12:40:41+06:00
নেপালের বাইরে সফরের অনুমতি পেয়েছেন লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। ২২ বছর বয়সী এ তরুণ লেগি যৌন নির্যাতনের মামলায় জামিনে আছেন। জামিনের শর্ত অনুসারে এতদিন নেপালের বাইরে সফরের অনুমতি ছিল না তার।
সোমবার নেপালের সুপ্রিম কোর্ট তার অন্য দেশে ভ্রমণ থেকে বাধা তুলে নেয়। সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউ গিনি ও নেপালকে নিয়ে চলতে থাকা ত্রিদেশীয় সিরিজ খেলতে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি দেওয়া হয় তাকে। তবে সিরিজ শুরু হওয়ার আগে ভ্রমণের অনুমতি না থাকায় এ লেগ স্পিনারকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজ খেলতে আরব আমিরাতে রওনা দেয় নেপালের ক্রিকেট দল। দুবাইয়ে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে চার উইকেটে পরাজিত করে তারা।
আদালত থেকে ভ্রমণের অনুমতি পাওয়া লামিচানেকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য আইসিসির কাছে লিখিত আবেদন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। আইসিসি থেকে অনুমোদন মিললেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে যুক্ত হবেন তিনি।
যৌন হয়রানির মামলায় গ্রেফতাররের পরোয়ানা জারি হওয়ার পর লামিচানেকে নিষিদ্ধ করেছিল নেপালের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। জামিন পাওয়ার প উঠে যায় নিষেধাজ্ঞা।
জামিন পেয়ে মাঠেও ফিরেছেন লামিচানে। ঘরের মাঠে নেপাল, স্কটল্যান্ড ও নামিবিয়াকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন লামিচানে। তবে তার এ সিরিজ খেলা নিয়ে কম বিতর্ক হয়নি। নেপালের অনেক ক্রিকেটভক্ত তার মাঠে ফেরার প্রতিবাদ করেছেন। প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ডের খেলোয়াড়রাও হাত মেলাননি লামিচানের সাথে।