
সাকিবের মস্তিষ্ক অন্যভাবে তৈরি : তুষার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-08-26T00:22:27+06:00
আপডেট হয়েছে - 2023-08-26T00:22:27+06:00
দেশের ক্রিকেটের বেশ আলোচিত এক চরিত্র সাকিব আল হাসান। মাঠের খেলা হোক কিংবা মাঠের বাইরের কোনো কান্ড সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন টাইগার অধিনায়ক।
সাকিব আল হাসান। ছবি : গেটি ইমেজস
এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে অধিনায়কত্ব পাওয়া সাকিবকে নিয়ে আরও একবার আশায় বুক বাঁধতে শুরু করেছেন দেশের ক্রিকেট ভক্তরা। সাকিবের নেতৃত্বে বাংলাদেশের বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন সবাই। সাকিবকে নিয়ে প্রশংসা দেশের ক্রিকেট পাড়ার প্রায় সবার মুখেই শোনা যায়। এবার সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ তুষার ইমরান ভূয়সী প্রশংসা করলেন সাকিবের।
গতকাল (২৫ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপকালে তুষার জানান, ‘(সাকিবকে) কুল কাস্টমার আমার কাছে মনে হয়। তার ব্রেনটা আসলে অন্যভাবে তৈরি করা আমার মনে হয়। সে আসলে কীভাবে এত ভালো পারফর্ম করে এত কাজের মধ্যেও এটা আসলে তার সাথে জিজ্ঞাসা করে আলাপ আলোচনা করা উচিত আমার কাছে মনে হয়। একজন অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা... সাকিব ১৫-২০ বছর ধরে এটা ভালোভাবেই করে যাচ্ছে। পারফর্মার, টিম হ্যান্ডেলিং, তার যে দায়িত্ব থাকে সেটা সে ভালোভাবে পালন করে যাচ্ছে। এতদিন ধরে একজন মানুষ কীভাবে পারফর্ম করে সাকিবকে জিজ্ঞেস করতে হবে।’
সাকিব এমন পারফরম্যান্স ধরে রাখুন এরকমটাই হয়ত সকলের প্রত্যাশা। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে যে পারফর্মার সাকিবকে ভীষণ প্রয়োজন বাংলাদেশের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।