██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সাকিব-মুশফিকই ম্যাচ জেতাক, চাইছিলেন শান্তরা

চার মেরে দলের জয় নিশ্চিত করেন সাকিব।

সাকিব-মুশফিকই ম্যাচ জেতাক, চাইছিলেন শান্তরা

সাকিব-মুশফিকই ম্যাচ জেতাক, চাইছিলেন শান্তরা

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-09-03T18:55:12+06:00

আপডেট হয়েছে - 2024-09-03T19:06:41+06:00

রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে এসে জয় নিশ্চিত করেছে টাইগাররা। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের জুটি থেকেই এসেছে জয়সূচক রান। চার মেরে দলের জয় নিশ্চিত করেন সাকিব।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

দেশের ক্রিকেটের দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। দুজনে মিলে দেশকে জিতিয়েছেন কতশত ম্যাচ। দারুণ সব ইনিংস, চার-ছক্কা কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিবের কোনো উইকেটে কতশত ম্যাচ জিতেছে বাংলাদেশ। টাইগার ক্রিকেটের ঐতিহাসিক প্রায় সব জয়েই মাঠে ছিলেন সাকিব-মুশফিক। ব্যাট হাতে বহুবার জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন।

 

এবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এসেছে দু-দুটি স্মরণীয় জয়। দারুণ পারফরম্যান্সে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাওয়াশের স্বাদ দিল টাইগাররা। এমন অর্জনেও মিশে ছিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা বাংলাদেশ মুমিনুল হকের উইকেট হারিয়ে ফেলার পর ক্রিজে আগমন সাকিব আল হাসানের। আগে থেকেই ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম। এই দুজনের জুটিতে চড়েই শেষমেশ জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। কোনোরকম তাড়াহুড়া না করে একদম ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে জয় এনে দিয়েছেন দুই অভিজ্ঞ কান্ডারি মুশফিক এবং সাকিব। আরও একবার যেন জানান দিয়েছেন নিজেদের সামর্থ্য। দলের বিপদের সময় হাল ধরে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ সাফল্য।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

সাকিব-মুশফিকের ব্যাট থেকেই জয় আসুক, এরকমটা চাওয়া ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন,মুশফিক ভাই সাকিব ভাই যখন ব্যাট করছিল আমরা চাচ্ছিলাম এই দুজনই খেলাটা শেষ করুক। এত বছর ধরে উনারা খেলছেন। কত ম্যাচ জিতিয়েছেন। এরকম ম্যাচ জেতা অনেক স্পেশাল। আমরা সবাই চাচ্ছিলাম এবং সবাই অনেক খুশি।


গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের ফলে পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারপ্রধান ইউনূসও ফোন করে কথা বলেছেন অধিনায়ক শান্তর সাথে।

 

সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে শান্ত বলেছেন, ‘হ্যাঁ আমাদের ড. ইউনূস স্যার কল করেছিলেন। অভিনন্দন জানিয়েছেন। ওরা অনেক খুশি। দেশে ফেরার পর দেখা করতে চেয়েছেন পুরা দলের সাথে।’

 

বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতাই বাংলাদেশের জন্য বেশ কঠিন ব্যাপার। সেখানে সিরিজ জয় তো সোনায় সোহাগা। এবার সেই সিরিজ জয়ের অসাধ্যই সাধন করেছে বাংলাদেশ দল। এর আগে দুইবার বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছিল টাইগাররা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জয়। দুইবারই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুশফিক এবং সাকিব।

 

দুজনের বয়সই ৩৫ পার করে ফেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বেলার প্রহর হয়ত গুনছেন দুজনই। তবুও দলের মাঝে নিজেদের অপরিহার্যতার জানানও দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। নিজেদের পারফরম্যান্স দিয়েই ক্রিকেটের আকাশে উজ্জ্বল তারা হয়ে জ্বলছেন সাকিব-মুশফিক।


পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এবারের জয়টা ৬ উইকেটে। দুই ম্যাচেই দাপুটে জয়ের ফলে সিরিজটা ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.