সাদা বলে নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক স্যান্টনার
সীমিত ওভারের ক্রিকেট কিউইদের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিচেল স্যান্টনার

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-12-18T09:26:07+06:00
আপডেট হয়েছে - 2024-12-18T09:26:07+06:00
সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিচেল স্যান্টনার। সাদা বলে কিউইদের পূর্ণকালীন অধিনায়কত্ব পেয়েছেন এই স্পিন অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কেইন উইলিয়ামসন দায়িত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হলেন এই বাঁহাতি ।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নতুন দায়িত্ব পেয়েছেন মিচেল স্যান্টনার
৩২ বছর বয়সী স্যান্টনারের জন্য এটাই অধিনায়ক হিসেবে প্রথম নয়। এর আগে কিউইদের ২৪টি টি-টোয়েন্টি এবং ৪টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে স্যান্টনার পূর্ণকালীন অধিনায়কত্বের দায়িত্ব শুরু করবেন আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুতে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে ব্ল্যাকক্যাপসরা।
অধিনায়কত্বের নতুন চ্যালেঞ্জ পেয়ে দারুণ খুশি মিচেল স্যান্টনার। স্যান্টনার বলেন, "এটি অবশ্যই একটা বড় সম্মান এবং দায়িত্বের বিষয়। ছোটবেলায় স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের হয়ে খেলার, কিন্তু এখন দুইটা ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া বিশেষ কিছু। এটি একটি নতুন চ্যালেঞ্জ এবং সামনের সাদা বলের গুরুত্বপূর্ণ সময়ের জন্য আমি রোমাঞ্চিত।"
তিনি আরো বলেন," আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছে, যা বাকি দলের জন্য এবং তরুণ খেলোয়াড়দের জন্য একটি সুযোগ তৈরি করছে। এটি দলের জন্য একটি নতুন অধ্যায় এবং আমরা আরও সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।"
স্যান্টনারের অধিনায়কের দায়িত্ব পাওয়াকে সমর্থন করছেন কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি জানান, সিদ্ধান্তটি দলের বৃহত্তর প্রয়োজনের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।
"টম ল্যাথাম তিন ফরম্যাটেই দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তবে আমরা চাই টম(ল্যাথাম) টেস্ট অধিনায়কত্বের ওপর মনোযোগ দিন, যেখানে যথেষ্ট সময় এবং শক্তির প্রয়োজন।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।