সিরাজের শাস্তি চাচ্ছেন অজিরা
মাঠে সিরাজের অদ্ভুত আচরণে শাস্তি চাচ্ছেন অজি কিংবদন্তিরা।

সিরাজের শাস্তি চাচ্ছেন অজিরা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-12-09T18:04:47+06:00
আপডেট হয়েছে - 2024-12-09T18:04:47+06:00
বিতর্কিত নানা কারণে প্রায়ই আলোচনায় আসেন মোহাম্মদ সিরাজ। বোলিং দিয়েও এসেছেন বহুবার। তবে বর্তমানে বিতর্কিত কিছু কর্মকান্ডের কারণেই খবরের শিরোনাম হচ্ছেন ভারতীয় এই পেসার। দুই অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক এবং স্টুয়ার্ট ক্লার্ক তো সিরাজের শাস্তিও চেয়েছেন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ট্রাভিস হেডকে আউট করে ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। ক্রিকেটের মাঠে অদ্ভুত আচরণের কারণে সিরাজের শাস্তি
চাচ্ছেন দুই ক্লার্ক। না, ট্রাভিস হেডের সাথে বাগবিতণ্ডা নয়,
সিরাজের আচরণের অন্য একটি দিকের খুঁত ধরেছেন দুই অজি কিংবদন্তি।
মাঠে এলবিডব্লিউর আবেদনের ক্ষেত্রে আম্পায়ারের দিকে না তাকিয়েই উদযাপন করতে শুরু
করে দিচ্ছেন মোহাম্মদ সিরাজ। এখানেই দুই ক্লার্ক শাস্তি চাচ্ছেন সিরাজের।
পার্থে প্রথম টেস্টে ট্রাভিস হেডের বিপক্ষে এভাবে বল করে উদযাপন এবং আবেদন একই সাথে করেছিল সিরাজ। সেবার আম্পায়ার আউট দেননি হেডকে। পরে রিভিউ নিলেও নট আউটই থেকে যান হেড। অ্যাডিলেডে মারনাস লাবুশেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটনা সিরাজ। তবে এবার আর রিভিউ নেয়নি ভারত, টিভি রিপ্লেতে দেখা গেছে এবারও আউট হয়নি।
সিরাজের অদ্ভুত আচরণ দেখে মনে হচ্ছে, যেন নিশ্চিত আউট হয়ে গেছেন ব্যাটার। ফলে উদযাপন করতে করতে আবেদন করছেন ভারতীয় পেসার। আম্পায়ারের দিকে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করছেন না তিনি। এই ব্যাপারটি সবার আগে সামনে আনেন সাংবাদিক ও ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকোলসন। ধারাভাষ্য দেওয়ার সময় নিকোলসন বলেন, ‘আবেদন করার সময় সিরাজ আম্পায়ারকে ন্যূনতম সম্মানটুকুও দেখাচ্ছে না।’ সেই সময় রিকি পন্টিং বলেন, ‘এটা (সিরাজের আচরণ) আম্পায়ারদের সত্যিই হতাশ করতে পারে। তুমি আম্পায়ারের কাছে আউটের আবেদন জানাচ্ছ, অথচ তার দিকে ফিরে তাকাচ্ছ না।’
সিরাজের আচরণের ব্যাপারে মাইকেল ক্লার্ক বলেছেন, ‘আম্পায়ারের দিকে না তাকিয়েই এভাবে এলবিডব্লিউর আবেদন করতে থাকায় সিরাজকে জরিমানা করা উচিত। সে ব্যাটারের প্যাডে বল লাগিয়েই দৌড়াতে থাকে, যেন ব্যাটসম্যান আউট হয়ে গেছে। আইসিসি এখনো তাকে জরিমানা না করায় আমি বিস্মিত। আমার মনে আছে, যখন আমি খেলতাম, তখন এ ধরনের ঘটনা ঘটলে জরিমানা করা হতো।’
ব্রেট লির উদাহরণ টেনে মাইকেল ক্লার্ক আরও বলেছেন, ‘এতে সবচেয়ে খারাপ ছিল ব্রেট লি। তাকে বলাও হয়েছিল যে, “তুমি যদি আম্পায়ারের দিকে ফিরে না তাকিয়ে আবেদন করো, তাহলে তোমাকে জরিমানা করা হতে পারে।” আমি তার ও ট্রাভিস হেডের চেয়ে সিরাজের ব্যাপারটি নিয়ে বেশি উদ্বিগ্ন। সিরাজ প্রথম টেস্টেও এমন করেছে। তুমি যেকোনো কিছুতে আবেদন জানাতেই পারো। কিন্তু তোমাকে আম্পায়ারের দিকে ঘুরে তাকাতে হবে।’
মোহাম্মদ সিরাজ। এছাড়া স্টুয়ার্ট ক্লার্ক বলেন, ‘ট্রাভিস হেডের সঙ্গে যা হয়েছে, এটা তার চেয়েও খারাপ।
ব্যাপারটি সামনে আসার পর এ নিয়ে বহুবার আলোচনা হয়েছে। বলা হয়েছে, তুমি এটা করতে পারো না। আম্পায়াররা এ ব্যাপারে স্বচ্ছ, নিয়মও তা-ই বলছে যে তোমাকে ঘুরে তাকাতে হবে এবং আম্পায়ারকে সম্মান জানাতে
হবে। এটা মোটেও ভালো দৃশ্য ছিল না। সে দৌড়াতেই থাকে এবং আউটের দাবি করে। কিন্তু
রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটসম্যানদের ব্যাটের কিনারা ছুঁয়ে
প্যাডে লেগেছে।’
তিনি আরও বলেন, ‘আমি যদি ম্যাচ রেফারি হতাম বা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকতাম, তাহলে সিরাজকে ডেকে বলতাম, “তোমাকে এটা থামাতে হবে। কারণ, এটা দেখতে ভালো লাগে না। তুমি অনুপযুক্ত উপায়ে আম্পায়ারকে চাপে ফেলার চেষ্টা করছ।’
তবে ট্রাভিস হেডকে আউট করার পর ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করায় আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েছেন সিরাজ। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে সিরাজকে। সাথে জুটেছে ১ ডিমেরিট পয়েন্ট। হেডকেও দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।