হান্নান সরকারের মায়ের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ
মৃত্যুবরণ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকারের মা ফরিদা আক্তার।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-03-22T00:06:45+06:00
আপডেট হয়েছে - 2024-03-22T00:06:45+06:00
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকারের মা ফরিদা আক্তার ইন্তেকাল করেছেন। আজ ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
হান্নান সরকারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক ওপেনার হান্নান সরকার ও তার পরিবারের প্রতি সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছে বিসিবি।
জাতীয় দলে হান্নান সরকার খেলোয়াড়ি ভূমিকায় ওপেনার ছিলেন। মাত্র ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। জাতীয় দলের হয়ে ১৭ টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান করেছিলেন হান্নান সরকার। ক্রিকেট সবচেয়ে কুলীন ফরম্যাটে পাঁচটি ফিফটি রয়েছে তার নামের পাশে।
ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন ২০ ওয়ানডে। ওয়ানডেতে তিন ফিফটিসহ ১৯.১৪ গড়ে ৩৮৩ রান করেছেন হান্নান সরকার। ২০০৪ সালের পর জাতীয় দলের হয়ে খেলা না হলেও ঘরোয়া ক্রিকেটে ২০১১ সাল পর্যন্ত খেলেছেন বরিশালের এই ক্রিকেটার।
সম্প্রতি বিসিবির নবগঠিত নির্বাচক কমিটিতে রয়েছেন হান্নান সরকার। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবল বাশারের কমিটির স্থলাভিষিক্ত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন কমিটি। এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন হান্নান সরকার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।