
‘৫১’ রানের জয়ে কলম্বোর শুভসূচনা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-07-02T23:29:36+06:00
আপডেট হয়েছে - 2024-07-02T23:29:36+06:00
Colombo Strikers vs Kandy Falcons
Pallekele International Cricket Stadium

Colombo Strikers
198/7 (20)

Kandy Falcons
147/10 (15.5)
Colombo Strikers won by 51 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Shadab Khan (Pakistan) |
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুভসূচনা করেছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স। আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসকে ৫১ রানে হারিয়েছে কলম্বো। যদিও এই ম্যাচে খেলেননি তাসকিন।
কলম্বোর শুভসূচনা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে
কলম্বো স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় ক্যান্ডি ফ্যালকনস। ব্যাট করতে নেমে দলের
২০ রানের মধ্যে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং শেভন দানিয়েলের উইকেট হারিয়ে
ফেলে কলম্বো। মাঝে দলের হাল ধরেন মুহাম্মদ ওয়াসিম এবং সাদিরা সামারাবিক্রমা। ১৮
বলে ৩২ রানের ইনিংস খেলেন ওয়াসিম। অন্যদিকে সামারাবিক্রমা ২৬ বলে করেছেন ৪৮ রান।
শেষে ৩০ বলে ৩৮ রানের ইনিংস খেলেন থিসারা পেরেরা। ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছেন শাদাব খান। চামিরা করুণারত্নে ১০ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রানের সংগ্রহ দাঁড় করায় কলম্বো।
ক্যান্ডির হয়ে ২টি করে উইকেট নেন কাসুন রাজিথা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
জবাব দিতে নেমে ক্যান্ডি আগাচ্ছিল ঠিকঠাকভাবেই। তবে ১৪ ওভারে ১৪০ রান তোলার পরই যেন লাগে শনির দশা। উইকেট পড়তে থাকে টপাটপ। মাত্র ৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ৫১ রানে ম্যাচ হারে ক্যান্ডি। ইনিংসের সর্বোচ্চ ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন দীনেশ চান্দিমাল।
কলম্বোর হয়ে ৪টি করে উইকেট তোলেন দুনিথ ভেল্লালাগে এবং শাদাব খান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।