অবসর নিলেও ক্রিকেটকে বিদায় বলছেন না তুষার ইমরান

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-11-21T17:16:34+06:00
আপডেট হয়েছে - 2021-11-21T17:16:34+06:00
প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলেছেন তুষার ইমরান। তবে এখনও ক্রিকেট থেকে পুরোদমে সরে যাননি তিনি। আগামী বছর সব ধরণের ক্রিকেটকে বিদায় বলার পরিকল্পনা তুষার ইমরানের।
[caption id="attachment_113520" align="aligncenter" width="643"]

'২৮' রানের আক্ষেপ নিয়েই থামতে হচ্ছে তুষারকে।[/caption]
প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফল স্পর্শ প্রায় করেই ফেলেছিলেন তুষার ইমরান। তবে ভাগ্যের কী নিয়তি তাকে থামতে হলো মাত্র ২৮ রান দূরে থেকেই। চাইলে হয়তো এই মাইলফলক স্পর্শ করতে অপেক্ষা করতে পারতেন। তবে তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন।
সাভারে ৬ষ্ঠ রাউন্ডে ঢাকার বিপক্ষে ম্যাচে সতীর্থ ও সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় তাকে।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।বিডিক্রিকটাইমের
সঙ্গে একান্ত আলাপকালে অবসর নিয়ে তুষার ইমরান নিজের ভাবনার কথা তুলে ধরলেন।
“ক্রিকেট ছেড়ে দিচ্ছি মানে ক্রিকেট থেকে দূরে যাচ্ছি সেটা না বিষয়টা তেমন নয়। ক্রিকেটের সাথেই থাকব। যেহেতু আমি আগেই ঘোষণা দিয়েছিলাম এই মৌসুমটাই আমার শেষ বিশেষ করে তিন ম্যাচেও যখন ১২ হাজার রান পূরণ করতে পারিনি। ইনজুরির কারণে দুইটা ম্যাচ খেলতে পারিনি। পরের ম্যাচে খেলতে পারব কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমার কাছে মনে হয়েছে এটাই উপযুক্ত সময় সরে যাওয়ার।
”
[caption id="attachment_50700" align="aligncenter" width="612"]

তুষার ইমরান। ছবিঃ গেটি ইমেজ[/caption]
প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেননি তুষার ইমরান। পরের বছর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেই ক্রিকেটকে বিদায় বলতে চান ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
“প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়লেও ‘লিস্ট-এ’ ক্রিকেটে খেলব। পরের বছর প্রিমিয়ার লিগ রয়েছে। তারপরই সব ধরণের ক্রিকেট থেকেই অবসর নিব। অবশ্যই আমি আমার ব্যাটিং মিস করব। যেহেতু চারদিনের ক্রিকেটকে অনেক ভালোবাসতাম- সাদা পোশাকের ক্রিকেটের প্রতি আলাদা আবেগ রয়েছে, এই জায়গায়টা মিস করব।”
প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরান। ১৮২ প্রথম শ্রেণীর ম্যাচে ৪২.৭৫ গড়ে করেছেন ১১৯৭২ রান। বিগত কয়েক মৌসুমে নিয়মিত রান করলেও এই মৌসুমে ইনজুরিতে জর্জরিত তিনি। যে কারণে তরুণদের জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছেন তুষার।
“কারণ আমার ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছে না। বিগত কয়েক বছরে আমি যেভাবে ধারাবাহিক রান করছিলাম, এ বছর তা হয়নি। আমার কাছে মনে হয়েছে নতুনদের সুযোগ দেওয়া উচিত। মূলত এই কারণেই অবসর নেওয়া।”
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।