অভিষেকেই '৫' বলে ওভার দিলেন বাংলাদেশি আম্পায়ার

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-01-23T09:49:10+06:00
আপডেট হয়েছে - 2021-01-23T09:54:57+06:00
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এক অপ্রত্যাশিত ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে। বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল তার অভিষেক ওয়ানডে ম্যাচেই এই ভুল করে বসেছেন। মুস্তাফিজুর রহমানের '৫' বলে একটি ওভার ঘোষণা করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের ৪০তম ওভার চলছিল, বোলিং করছিলেন মুস্তাফিজ। প্রথম দুই বলে কোনো রান সংগ্রহ করতে ব্যর্থ হন ক্যারিবিয়ান ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল। তৃতীয় বলটি ছিল ফ্রন্ট ফুট নো বল। পরের ফ্রি হিট বলটিও ছিল ব্যাটসম্যানের কোমর বরাবর, ফলে সেটিও নো বল ডাকা হয়। কিন্তু আম্পায়ার সেই বলটিকে বৈধ বল হিসেবে গণনায় নিয়ে ফেলেন। দুইটি বৈধ বলের পরে টানা দুইটি অবৈধ বল করেন মুস্তাফিজ। মূলত পরপর দুইটি অবৈধ বলের সময়েই হিসেবে গুলিয়ে ফেলে সোহেল।
আম্পায়ারের এই গণনা ভুলের ফলে ৫টি বৈধ বলেই ওভারটি শেষ হয়ে যায়। তৎক্ষণাৎ ব্যাপারটি চোখে পড়েনি। এই ম্যাচের স্কোরাররাও জানান এটা আম্পায়ারেরই ভুল ছিল, তাদের হিসেবে কোনো ভুল ছিল না।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে ম্যাচ পরিচালনা করছেন চারজন বাংলাদেশি আম্পায়ার, গাজী সোহেল, শরফুদ্দৌলা, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। সোহেলের এমন দৃষ্টিকটু ভুল বেশ চোখে লেগেছে। করোনা মহামারীর কারণে কোনো বিদেশি আম্পায়ার ছাড়াই ওয়ানডে সিরিজ পরিচালনা করা হচ্ছে। তবে টেস্ট সিরিজে বিদেশি আম্পায়াররা আসবেন।
অবশ্য, ওয়ানডে ক্রিকেটে আম্পায়ারের ভুলে ৫ বলে ওভার ঘোষণা করার ঘটনা এটিই প্রথম নয়। মুস্তাফিজের আগে এই অভিজ্ঞতার শিকার হয়েছেন লাসিথ মালিঙ্গাও। ২০১২ সালে
ও শ্রীলঙ্কার মধ্যকার এক ম্যাচে অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন ফ্রে ৫ বলে ওভার ঘোষণা করে দিয়েছিলেন।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।