"অস্ট্রেলিয়ার সমস্যাটা কোথায়?"

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-05-22T13:19:02+06:00
আপডেট হয়েছে - 2018-05-22T13:35:47+06:00
গত বছরই দুইটি টেস্ট খেলতে
সফর করেছিল
ক্রিকেট দল। ২০১৫ সালে সিরিজটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যু দেখিয়ে দুই বছর পিছিয়ে ২০১৭ তে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট খেলে অস্ট্রেলিয়া। ওই সিরিজ ১-১ সমতায় ‘ড্র’ হয়েছিল। এফটিপি অনুযায়ী এই বছরই অস্ট্রেলিয়া সফর করার কথা ছিল বাংলাদেশ দলের।

এই সফরে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডের পৃথক দুটি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিসিবিকে তারা জানায়, এই সিরিজের জন্য আগ্রহ দেখাচ্ছে না দলটির অফিশিয়াল ব্রডকাস্টার। সিরিজটি হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল সেসময়ের ব্রডকাস্ট পার্টনার চ্যানেল নাইন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন অবস্থানে বেজায় ক্ষেপেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন।
পাপনের ভাষ্য, বাংলাদেশের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার টালবাহানার প্রকৃত কারণটি এখনই জানা প্রয়োজন। তিনি বলেন-
'এখন সময় হয়েছে, বিষয়টি জানার যে, আসলে তাদের (অস্ট্রেলিয়ার) সমস্যাটা কোথায়। আমাদের এখানে আসতে গেলে ওদের সমস্যা, ওদের ওখানে আমাদের যাওয়া নিয়ে সমস্যা।'
বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে শঙ্কা কিংবা সফরে লাভ না হওয়ার ভয় এসব আর কখনও দৃশ্যমান হয়নি, এমনটি ইঙ্গিত করে বোর্ড সভাপতি বলেন-
'অন্য কোন টিম নিয়ে তো এমন কথা শুনি না। ওদের কী চিন্তাধারা সেটা অন্তত জিজ্ঞাসা করার ইচ্ছা আমার আছে। আগামী বোর্ড মিটিংয়ে আমি অস্ট্রেলিয়াকে সরাসরি এই কথাটা জিজ্ঞাসা করবো।'
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের সিদ্ধান্তের পর তাদের বেশ কিছু বিকল্প পথ পাঠিয়েছে বিসিবি। এছাড়া কয়েকটি প্রভাবশালী ক্রিকেট জার্নালের মতে, ২০১৯ সালের শেষভাগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অংশগ্রহণে তিনজাতির টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে সিএ।