আইসিসির প্যানেলে নতুন দুই বাংলাদেশি আম্পায়ার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-11-17T13:52:47+06:00
আপডেট হয়েছে - 2018-11-17T13:52:47+06:00
আইসিসির প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার। এরা হলেন- গাজী সোহেল ও তানভীর আহমেদ।

আসন্ন উইন্ডিজ সফরের আগে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের সবুজ সংকেত পাওয়া এই দুই আম্পায়ার ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে আম্পায়ারিং করে আসছেন। শনিবার (১৭ নভেম্বর) সকালে আইসিসির পক্ষ থেকে মেইল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে নির্ধারণ করার বিষয়টি জানানো হয়।
দুজনের মধ্যে একজনের আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে খুব শীঘ্রই। গাজী সোহেল আসন্ন উইন্ডিজ সিরিজেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯ ডিসেম্বর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। এছাড়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ এবং প্রথম ও তৃতীয় টি-২০ ম্যাচে চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন তিনি। মুল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রস্তুতি ম্যাচেও।
ক্রিকেট দলের
সফরসূচি ২০১৮-
তারিখ
ম্যাচ
ভেন্যু
১৮-১৯ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
২২-২৬ নভেম্বর প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩০-৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৬ ডিসেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচ ফতুল্লা/বিকেএসপি
৯ ডিসেম্বর প্রথম একদিনের ম্যাচ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১১ ডিসেম্বর দ্বিতীয় একদিনের ম্যাচ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৪ ডিসেম্বর তৃতীয় একদিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
২০ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আরও পড়ুন: মাশরাফিকে নিয়ে চিন্তিত নয় রংপুর রাইডার্স
[আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করবেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নির্বাচন করার কারণে জাতীয় দল ও বিপিএলে খেলার উপর কোনো প্রভাব পড়ে কি না এ নিয়ে রয়েছে আশঙ্কা।...
]