ইংরেজি শিখতে ক্লাস করছেন বাবর

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-05-19T21:57:00+06:00
আপডেট হয়েছে - 2020-05-19T22:07:38+06:00
ক্রিকেট খেলার জন্য ইংরেজি পারার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ভিন্ন ভাষার ক্রিকেটার, কোচদের সাথে তথ্য আদানপ্রদানের জন্য ইংরেজি জানা না থাকলে তা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ম্যাচের আগে টসে, পরে পুরস্কার বিতরণী কিংবা সংবাদ সম্মেলনে কথা বলার জন্য দলীয় অধিনায়কের অন্তত ইংরেজির দখলটা জরুরী। অবশ্য এসব ক্ষেত্রে দোভাষীর ব্যবহারও দেখা গেছে ক্রিকেট বিশ্বে।

ক্রিকেট বিশ্বে একটা ধারণা প্রচলিত আছে,
ি ক্রিকেটাররা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অতটা ভালো নন। এমনকি ভুল ইংরেজি বলার জন্য তাদেরকে সমালোচনা ও তামাশার শিকার হতেও দেখা গেছে। সাধারণত ভিন দেশের মানুষই এতদিন তাদের ইংরেজি নিয়ে মন্তব্য করতো। কিন্তু এবার নিজ দেশের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ বলেন, অধিনায়ক হিসাবে বাবরের উচিত ভালো ইংরেজি শেখা।





বাবরকে উপদেশ দিয়ে তানভীর বলেন,
'বাবরের উচিত ইংরেজি আরও ভালোভাবে শেখা, এটা দরকারি। কেউ যখন অধিনায়ক হয়, তখন তাকে টস ও ম্যাচের পরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে হয়। তাছাড়া, সে যখন বিভিন্ন দেশে যাবে তখন বিভিন্ন জায়গায় তাকে সাক্ষাৎকারে দিতে হবে। এসবের জন্য ইংরেজি জানা দরকার।'
পাকিস্তানের এই সাবেক পেসারের কথার জবাব দিয়েছেন বর্তমান অধিনায়ক বাবর। তবে বেশ টিপ্পনী কেটেই উত্তর দিয়েছেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যান অবশ্য ইংরেজি শিখছেন বলেও জানিয়েছেন।





বাবর বলেন,
'আমি একজন ক্রিকেটার, আমার কাজ ক্রিকেট খেলা। আমি সাদা চামড়ার মানুষ নই, যিনি খুব ভালোভাবে ইংরেজি পারবেন। হ্যা, আমি এটা নিয়ে কাজ ঠিকই করছি। অনুশীলনের পাশাপাশি আমি এখন ইংরেজি শেখার ক্লাসেও যাচ্ছি। কিন্তু এসব আপনি এক মুহূর্তে শিখে যেতে পারবেন না, অবশ্যই সময় লাগবে।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।