“ক্যারিবিয়াতেও কিন্তু আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম”

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-12-17T18:27:48+06:00
আপডেট হয়েছে - 2018-12-18T12:06:07+06:00
সিলেটে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সফরকারী উইন্ডিজ। ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে এদিন ক্যারিবীয়রা জয় তুলে নেয় মাত্র ৬৫ বল মোকাবেলা করেই।

তবে এই জয়ের কারণে উচ্ছ্বাসের বাড়াবাড়ি নেই ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের মধ্যে। বরং তিনি মনে করিয়ে দিয়েছেন, এ বছরই সফরকারী বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম টি-২০ ম্যাচে জয়ের পর ফ্লোরিডায় পরের দুই ম্যাচে হেরে সিরিজে পরাজিত হয়েছিলেন তারা।
ব্র্যাথওয়েট বলেন,
এটি খুব, খুব ভালো একটি জয়। কিন্তু মাত্র একটি ম্যাচ গেল। ক্যারিবিয়াতেও কিন্তু আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম। কিন্তু সিরিজ হেরেছি
।
’
একটি ম্যাচ জিতে পরের দুটি ম্যাচ হেরে যাওয়া নিঃসন্দেহে কষ্টের অনুভূতি জন্মায়। এবার আর সেই কষ্ট পেতে চান না ব্র্যাথওয়েট। তাই আগে থেকেই সতর্ক। সতীর্থদের উদ্দেশ্য করে তিনি বলেন,
‘
আমাদের সিরিজের বাকি অংশের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। আমরা জয় উদযাপন করা মানেই এই নয় যে কাজ সব হয়ে গেল
।
’
সফরকারীদের এই জয়ে বোলারদের তো বটেই, বড় অবদান ছিল ব্যাটসম্যানদেরও। ঝড়ো ব্যাটিংয়ে অর্ধেক ওভারের চেয়ে ৫ বল বেশি খেলেই দলটি জয় নিশ্চিত করে। সতীর্থদের এমন ব্যাটিংয়ে ব্র্যাথওয়েট মুগ্ধ, যা ছড়িয়ে পড়ল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময়। সেই সাথে জানিয়েছেন, আজ বিধ্বংসী ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন তারা,
‘
ব্যাটিং নিয়ে আমি খুবই খুশি। আমরা আক্রমণাত্মকই হতে চেয়েছিলাম। তাদের উপর চড়াও হয়ে খেলতে চেয়েছিলাম, টসে যেমনটা বলেছি
।
’
তবে ভালো সময়ের ভিড়ে দুঃসময়কে ভুলছেন না ব্র্যাথওয়েট। এমনকি সতর্ক আগামী দুঃসময়ের জন্য; ক্রিকেটে যার আগমন ঘটে পালাক্রমে!
ক্যারিবীয় অধিনায়ক বলেন,
‘
তবে এটি সবসময় হয় না। কিছু দিন এমনও হতে পারে যে আমরা ৩০ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছি। তবে আমরা আজকের মতই সবসময় খেলতে চাই। যখন সুযোগ আসে তখন সেটি করে ফেলো। এটা (এই ম্যাচ) একটি মানদণ্ড হয়ে থাকবে
।
’
আরও পড়ুন: পার্থ টেস্ট জয়ের পথে অস্ট্রেলিয়া