জিম্বাবুয়ের রেকর্ড সংগ্রহ, বাংলাদেশের সামনে রান পাহাড়

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-07-25T18:05:41+06:00
আপডেট হয়েছে - 2021-07-25T18:06:33+06:00
হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৯৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। দুই ম্যাচ শেষে সমতা বিরাজ করায় এই ম্যাচের জয়ী দলই জিতবে সিরিজ।

আগের দুই ম্যাচের মত রবিবারও (২৫ জুলাই) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান, ৫ উইকেট হারিয়ে। বাংলাদেশের বিপক্ষে যা জিম্বাবুয়ের দলীয় সংগ্রহের রেকর্ড।
উদ্বোধনী জুটিতেই দল পায় ৬৩ রান। ২০ বলে ২৭ রান করে তাদিওয়ানাশে মারুমানি বিদায় নিলেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান আরেক ওপেনার ওয়েসলে মাধেভেরে। তার সাথে বিধ্বংসী রূপ নেন ওয়ান ডাউনে ব্যাট করতে নামা রেগিস চাকাভা।
২২ বলে ৬টি ছক্কা হাঁকিয়ে ৪৮ রান করে বিদায় নেন চাকাভা। মাধেভেরে অবশ্য অর্ধশতক পূর্ণ করতে ভুল করেননি। ৩৬ বলে ৬টি ছক্কার সহায়তায় ৫৪ রান করেন তিনি। তাদের তাণ্ডবের মুখে পড়ে খরুচে বোলার হয়ে ওঠেন
,
, নাসুম আহমেদরা।
অবশ্য শেষদিকে রানের লাগাম কিছুটা টেনে ধরতে সক্ষম হয় টাইগাররা। তা সত্ত্বেও জিম্বাবুয়ে পেয়ে যায় বিশাল সংগ্রহ। ৩টি চার ও ২টি ছক্কায় ১৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। তার আগে ডিওন মায়ার্স ২১ বলে ২৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার দুটি এবং মোহাম্মদ সাইফউদ্দিন,
ও
একটি করে উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ২ ওভারে ২৮ ও নাসুম আহমেদ ৩ ওভারে ৩৭ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। ৪ ওভারে একটি উইকেট পেলেও সাইফউদ্দিন খরচ করেন ৫০ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে : ১৯৩/৫ (২০ ওভার)
মাধেভেরে ৫৪, চাকাভা ৪৮, বার্ল ৩১* মায়ার্স ২৩
সৌম্য ১৯/২, সাকিব ২৪/১, শরিফুল ২৭/১
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৯৪ রান।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।