বিগ ব্যাশের প্রাক্বালে করোনায় আক্রান্ত লামিচানে

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-11-28T14:27:16+06:00
আপডেট হয়েছে - 2020-11-28T14:28:45+06:00
বিগ ব্যাশ শুরু হওয়ার আগে দুঃসংবাদ পেলেন নেপালের তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানে। তরুণ এই ক্রিকেটারের দেহে ছোঁয়াচে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ছাড়াও নেপালের আরও ৩ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।

কাঠমান্ডুর ত্রিভূবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ট্রেনিং ক্যাম্প শুরুর উদ্দেশে নেপালের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। তাতে লামিচানের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। নেপাল জাতীয় দলের অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লাও করোনায় আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।
আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। এর আগে দুটি আসরে খেলা লামিচানে এবার বিগ ব্যাশের হয়ে খেলবেন। যদিও করোনা আক্রান্ত হয়ায় তিনি ঠিক কবে
যাবেন তথা দলের সাথে যোগ দেবেন তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লামিচানে বলেন,
'সবাইকে শুভেচ্ছা। আপনাদের জানানো দায়িত্ব যে আমি কোভিড-১৯ তেস্তে পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছি। গত বুধবার থেকে আমার শরীরে একটু ব্যথা ছিল। তবে এখন একটু উন্নতি হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি আবারো মাঠে ফিরব। আমার জন্য প্রার্থনা করবেন।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।