বিতর্কিত 'নো-বল' ইস্যু নিয়ে মুখ খুললেন আম্পায়ার তানভীর

Imran Hasanসম্পাদক
প্রকাশিত হয়েছে - 2018-12-23T18:53:57+06:00
আপডেট হয়েছে - 2018-12-23T20:22:27+06:00
উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের সিরিজ হারানো কিংবা সফরকারীদের সিরিজ জয়ের ঘটনাকে ছাপিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে ম্যাচের বিতর্কিত আম্পায়ারিং। এবার বিতর্কিত 'নো-বল' দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন অভিযুক্ত আম্পায়ার তানভীর আহমেদ।

সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয় পেসার ওশান থমাসের ওভারে পরপর দুটি বলকে 'নো-বল' ডাকেন বাংলাদেশি এ আম্পায়ার। যা আদৌ নো-বল ছিল না। টিভি রিপ্লেতে পরক্ষণে তা পরিস্কার বুঝা যায়। পরপর দুবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মাঠের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যারিবীয় শিবির।
সফরকারীদের বিপক্ষে এমন সিদ্ধান্ত দেওয়াকে অনেকেই ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই চলছে আম্পায়ার তানভীর আহমেদের এমন ভুলের তীব্র সমালোচনা। অনেকে আবার প্রশ্ন ছুঁড়ছেন বাংলাদেশের আম্পায়ারদের সামর্থ্য নিয়েও।
[caption id="attachment_64704" align="aligncenter" width="548"]
সিরিজের শেষ ম্যাচে বিতর্কিত নো-বলের দৃশ্য।[/caption]
চারদিকে যখন আম্পায়ার তানভীর আহমেদের আম্পায়ারিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন, ঠিক তখন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। নিজের ভুল স্বীকার করে নিয়ে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞতাকেই এর জন্য দায়ী করছেন তিনি।
‘নো-বলের ক্ষেত্রে দাগ ও পা অনেক কাছাকাছির বিষয় থাকে। আর দ্রুত লাফ দিলে অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন। আমি ভুল করেছি।’
দিনটিকে নিজের খারাপ দিন আখ্যা দিয়ে ভবিষ্যতে ভালোভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে এসময় তিনি আরও বলেন,
'
খেয়াল করে দেখবেন পেছনে আমার কোনো বাজে ইতিহাস নেই। একটা ভুল হয়েছে। ইনশা আল্লাহ ভালোভাবে ফিরে আসব। প্রতিটি মানুষেরই ভালো দিন, খারাপ দিন যায়। গতকাল আমার খারাপ দিন গেছে।'
প্রসঙ্গত, গত নভেম্বরে ২০১৮-১৯ মৌসুমের জন্য আইসিসির প্যানেলে জায়গা পেয়েছেন তানভীর আহমেদ। এরপর সিলেটে উইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু হয় তার।