██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বুলবুলের বিশ্বকাপ দলে ইমরুল-তাইজুল, নেই সৌম্য

বুলবুলের বিশ্বকাপ দলে ইমরুল-তাইজুল, নেই সৌম্য
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2019-04-12T20:06:47+06:00

আপডেট হয়েছে - 2019-04-16T01:53:17+06:00

দরজায় কড়া নাড়ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হবে আগামী ১৮ এপ্রিল। এর আগে সাবেক-বর্তমান তারকারা বিশ্বকাপ দল কেমন হওয়া উচিত তা নিয়ে বিশ্লেষণ করছেন।
[caption id="attachment_77246" align="aligncenter" width="488"]
বুলবুলের বিশ্বকাপ দলে ইমরুল-তাইজুল, নেই সৌম্য
ফর্মহীনতার কারণে বুলবুলের বিশ্বকাপ একাদশে জায়গা হয়নি সৌম্যর। বিশ্বকাপ মূল দলে কী পাবেন? ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
[/caption] এরই ধারাবাহিকতায় চমক রেখে নিজের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করেছেন জাতীয় দলের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বুলবুলের এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। এছাড়াও রয়েছেন
ের মত এই ফরম্যাটে কম অভিজ্ঞ ক্রিকেটার। সৌম্য সরকারের মত অভিজ্ঞ ক্রিকেটার আবার জায়গা পাননি বুলবুলের বিশ্বকাপ স্কোয়াডে। অনলাইন সংবাদমাধ্যম
বার্তা২৪
’এ প্রকাশ করা ঐ ১৫ সদস্যের স্কোয়াডে তাইজুলকে দলে রাখার ব্যাখ্যায় বুলবুলের ভাষ্য, ‘
ের মাটিতে বিশ্বকাপ বলেই সব ম্যাচ জেতাতে শুধুমাত্র পেস বোলাররাই সবচেয়ে বড় ভূমিকা রাখবেন-এমন চিন্তা নিয়ে যারা দল গড়ছেন তাদের সঙ্গে আমি পুরো একমত নই। আমি নিশ্চিত বিশ্বকাপের জন্য প্রায় সবগুলো দলই স্পিনারদের ওপরও জোর দিবে। বিশেষ করে একজন লেগস্পিনারকে দলে রাখবে প্রায় সবগুলো দল। আর আমাদের যেহেতু কোন লেগস্পিনার নেই। তাই আমি দলে অ্যাওয়ে স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে নিতে চাই।’ এদিকে সৌম্য সরকারের না থাকা নিয়ে বুলবুল জানিয়েছেন, সৌম্যর পারফরম্যান্সই তার পক্ষে কথা বলছে না। সাবলীল ব্যাখ্যায় বুলবুল বলেন,
‘আমরা ২০১৫ সালের দেশের মাটিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত খেলা সেই সৌম্যকে কি আর পেয়েছি? ২০১৬ থেকে সর্বশেষ চলতি বছরের ২০ ফেব্রয়ারি পর্যন্ত সৌম্য সরকার ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। বড় ইনিংস বলতে গেলে মাত্র চারটি। তিনটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। এই ম্যাচগুলোর মধ্যে মাত্র তিনটিতে সৌম্য ব্যাট করেছে লোয়ার অর্ডারে। বাকিগুলোতে ওপেনার অথবা ওয়ানডাউনে খেলতে নেমেছে।’
একনজরে দেখে নেওয়া যাক বুলবুলের চোখে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),
,
, ইমরুল কায়েস,
,
, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন,
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.