বুলবুলের সেরা টেস্ট দলের অধিনায়ক মুশফিক

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-07-07T23:23:09+06:00
আপডেট হয়েছে - 2020-07-07T23:23:09+06:00
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার দুই দশক ইতোমধ্যে পূর্ণ হয়েছে। উত্থান-পতনের এই যাত্রায় বাংলাদেশ পেয়েছে একগাদা মেধাবী ও প্রতিভাবান ক্রিকেটারকে। শুরুতে সংগ্রাম করলেও সময়ের সাথে সাথে টেস্টেও বাংলাদেশ সমীহ জাগানিয়া দল হয়ে উঠছে।

টেস্ট ক্রিকেটের কথা আসলেই মনে পড়ে আমিনুল ইসলাম বুলবুলের নাম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক টেস্টে দলকে নেত্রত্ব দিতে পারেননি। তবে দেশের ইতিহাসের প্রথম টেস্টেই তিনি হাঁকিয়ে বসেন সেঞ্চুরি।




ের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশের কারও শতক ছিল চমক জাগানিয়া। সেই বুলবুল বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছেন। তবে সেখানে রাখেননি নিজেকে। আর একাদশের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘ সময় বাংলাদেশকে টেস্ট আঙিনায় নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিমকে।
বুলবুলের একাদশে ব্যাটিং উদ্বোধনের দায়িত্ব পাচ্ছেন
ও ইমরুল কায়েস। বর্তমান অধিনায়ক
আছেন ওয়ান ডাউনে। এরপর
ও
ের অবস্থান।





জাতীয় দলের বাইরে থাকা কিংবা সাবেক ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, হাসিবুল হোসেন শান্ত ও শাহাদাত হোসেন রাজিব আছেন একাদশে। আর বর্তমান ক্রিকেটারদের মধ্যে
ের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজও আছেন একাদশে।
একনজরে দেখে নেওয়া যাক বুলবুলের চোখে বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশ যেমন
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, মেহেদী হাসান মিরাজ, খালেদ মাসুদ পাইলট, হাসিবুল হোসেন শান্ত, শাহাদাত হোসেন রাজীব।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।