স্মরণীয় হল না হেরাথের শেষ ম্যাচ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-11-09T20:35:09+06:00
আপডেট হয়েছে - 2018-11-09T20:35:09+06:00
ক্যারিয়ার ছিল সাফল্যে ভরপুর, যদিও নিজের শেষ ম্যাচে জয় পেলেন না রঙ্গনা হেরাথ। উল্টো কপালে জুটেছে পরাজয়। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২১১ রানে হারিয়েছে ইংল্যান্ড।
[caption id="attachment_61481" align="aligncenter" width="640"]

ক্যারিয়ারের শেষ ইনিংসে রানআউট হন হেরাথ। ছবি: সংগৃহীত
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
গল টেস্টে জয়ের দেখা পেতে শ্রীলঙ্কাকে করতে হতো পাহাড়সম রান, আর পরাজয় এড়াতে অর্থাৎ ড্র করতে পার করতে হতো পুরপ দুটি দিন। বিনা উইকেটে ১৫ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা দুটির কোনোটিই করতে পারেনি। ইংল্যান্ডের বোলিং তোপে চতুর্থ দিনের শেষ সেশনে গুটিয়ে যান হেরাথের দল।
চতুর্থ দিন বল হাতে জাদু দেখিয়েছেন মঈন আলী ও জ্যাক লিচ। মঈন আলী চারটি এবং লিচ তিনটি উইকেট শিকার করেন।
দিনের শুরুতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিমুঠ করুনারত্নে ও কুশাল ডি সিলভা। দলীয় ৯৮ রানে সাজঘরে ফেরেন ওয়ান ডাউনে নামা ধনঞ্জয়া ডি সিলভা। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। কুশালের ব্যাট থেকে ৪৫ ও ম্যাথিউসের ব্যাট থেকে আসে ৫৩ রান। এই দুজনের বিদায়ের পর আর কেউ দলের হাল ধরতে পারেননি। শেষপর্যন্ত ৮৫.১ ওভার ব্যাট করে ২৫০ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ঐ ইনিংসে সেঞ্চুরি করেন বেন ফোকস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩২২ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ৪৬২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শ্রীলঙ্কা আর জয়ের দেখা পায়নি।
ইংল্যান্ডের অভিষিক্ত ক্রিকেটার বেন ফোকস নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস- ৩৪২
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২০৩
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ৩২২/৬ (ডি)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস- ২৫০
ফল: ইংল্যান্ড ২১১ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: বেন ফোকস