‘২১ নো বল’ চোখেই দেখলেন না আম্পায়াররা!

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2019-11-23T09:16:37+06:00
আপডেট হয়েছে - 2019-11-23T09:16:37+06:00
দুই ম্যাচ টেস্ট সিরিজের শুরুর ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ব্রিসবেনে চলমান এই টেস্টে নো বল বিতর্ক যেন একেবারেই পিছু ছাড়ছে না। ম্যাচের শুরুর দিনের নাটকের পর দ্বিতীয় দিনের প্রথন দুই সেশনে ২১টা নো বল চোখে দেখেননি আম্পায়াররা!

টেস্টের শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে সফরকারী পাকিস্তান দল। প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ের পর দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়নের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। তবে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় অজি পেসার প্যাট কামিন্সের বলে ক্যাচ তুলে দেন পেইনকে।




রিপ্লেতে দেখা যায়, কামিন্সের বুটের কোনো অংশ লাইনের পেছনে ছিল না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আম্পায়ার মাইকেল গফ নো বল ডাকলেন না।
ম্যাচের দ্বিতীয় দিনেও অব্যাহত নো বল ইস্যু। এদিন ম্যাচের প্রথম দুটি সেশনে গুনে গুনে ২১ টি নো বল ডাকেনি আম্পায়াররা। সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার ‘চ্যানেল সেভেন’ তুলে ধরেছে কোন বলগুলা নো হলেও অনফিল্ড আম্পায়াররা সেটাকে নো বল না ডেকেও এড়িয়ে গেছেন।





ীয় ক্রিকেট বোর্ড একটি সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুম থেকে একজন বাড়তি আম্পায়ার রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। যিনি শুধুমাত্র নো বলের দিকে নজর রাখবেন।
কয়েকদিন আগে এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন,
‘আমরা প্রযুক্তি ব্যবহার করতে চাই। তবে একজন অতিরিক্ত আম্পায়ার থাকছেন কেবলমাত্র নো বল পর্যবেক্ষণ করার জন্য। তিনি অবশ্যই তৃতীয় অথবা চতুর্থ আম্পায়ার হবেন না।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
more