ক্রিকেটারদের ‘চিন্তার জায়গায়’ পরিবর্তন আনতে চান সালাউদ্দিন
ক্রিকেটারদের আরও বড় প্লেয়ার হওয়ার পথ দেখাতে চান সালাউদ্দিন।

ক্রিকেটারদের ‘চিন্তার জায়গায়’ পরিবর্তন আনতে চান সালাউদ্দিন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-08T12:55:19+06:00
আপডেট হয়েছে - 2024-11-08T12:55:19+06:00
দেশি কোচদের জাতীয় দলের কোচিং স্টাফে অন্তর্ভূক্ত করার দাবি ছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই দাবি আলোর মুখ দেখেছে। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়েছেন সালাউদ্দিন। আপাতত আফগানিস্তান সিরিজের দলে না থাকা ক্রিকেটারদের সাথে কাজ করছেন মিরপুরে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে থাকবেন জাতীয় দলের সাথেই।
এর আগে জাতীয় দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন সালাউদ্দিন। পঞ্চপাণ্ডবের শুরুর সময়টায় তাদের তালিম দিয়েছেন। এবার নতুন প্রজন্মের সাথে কাজ করতে চান নামী এই কোচ। নতুন প্রজন্মের ক্রিকেটারদের আরও ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চান। চিন্তাভাবনার জায়গায় পরিবর্তন এনে তৈরি করতে চান বিশ্ব ক্রিকেটের তারকা হিসেবে।
বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় সালাউদ্দিন বলেন, ‘কোচের কাজ হল তাদের পথ দেখানো। খেলবে তো ছেলেরা। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যে তারা যেন ভাবতে শিখে, তারা যেন চিন্তা করতে শিখে তারাও ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটকে কর্তৃত্ব করবে। এই চিন্তার পরিবর্তন আসুক। সেই সাথে টেকনিক, ট্যাকটিকস তো সবাই করবেই। ভাবা কিছুটা যে আমার লক্ষ্যটা আসলে কতটুকু হওয়া উচিত।’
জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আরও বড় লক্ষ্য ঠিক করতে ক্রিকেটারদের পথ দেখাতে চান সালাউদ্দিন, ‘যারা পরের প্রজন্ম যারা জাতীয় দলে নেই, অনূর্ধ্ব-১৯ বা এইচপিতে তাদের জিজ্ঞেস করলে বলবে যে জাতীয় দলে খেলতে চাই। স্বপ্নটা অইখানেই শেষ হয়ে গেল, জাতীয় দলে চান্সের পর এরপর কীভাবে লক্ষ্য ঠিক করবেন সেটা আপনি জানেন না। যারা এতদিন ধরে খেলতেসে তাদের কীভাবে লক্ষ্য ঠিক করা উচিত, কীভাবে আরও বড় প্লেয়ার হওয়ার জন্য নিজেকে অনুপ্রেরণা করা উচিত, সেই ছোট ছোট কাজগুলা যদি করা যায় ড্রেসিংরুম বা এর বাইরে কীভাবে চিন্তা করবে। সেই চিন্তার জায়গাটা আরও পরিষ্কার করে যদি ধারণা দেওয়া যায়। টেকনিক্যালি সবাই কমবেশি ভালো, একটু এডাজাস্ট করা সময়, উইকেটের সাথে, ছোট ছোট জিনিসগুলো যদি এডজাস্ট করতে পারে আমার মনে হয় তাদের আরও ভালো ভবিষ্যৎ সামনে আছে।’
নতুন প্রজন্মের ক্রিকেটারদের আরও বড় ক্রিকেটার হওয়ার পথ দেখাতে চান সালাউদ্দিন। সালাউদ্দিন আরও বলেন, ‘এখন হয়ত প্লেয়ারদের বড় হওয়ার
মেন্টালিটি আরও বেশি আছে। হয়ত একটু আরও স্পেস দিলে আরও বড় স্বপ্ন দেখার সুযোগ
পাবে। সাকিব (আল হাসান), তামিম (ইকবাল), মুশফিক(মুশফিকুর রহিম)রা একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেসে। এই পর্যায়টা যদি
আমরা না ভাঙতে পারি তাহলে আমি মনে করি, আমাদের ক্রিকেট খুব
একটা আগায়নি। পরের প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো প্লেয়ার হতে পারে। সে কাজগুলো যদি
করতে পারে। এটা যে অসম্ভব কাজ তাও না। এখন তো তারা অনেক ভালো ক্রিকেট খেলে।
মেন্টালি ফিজিক্যালি আর্থিক দিক দিয়ে সবাই অনেক সাবলম্বী। আমাদের সময় হয়ত এমন ছিল
না। এখন আরও ভালো করার সুযোগ বেশি, সুবিধা বেশি। এখানে হয়ত
ইনপুট করার অনেক জায়গা আছে যেটা আমরা করতে পারি প্লেয়াররা যদি বিশ্বাস করে। যদি
সেভাবে সবাই নিজেকে চিন্তা করে, এই চিন্তার জায়গাটা যদি একটু
পরিবর্তন করা যায়, আমাদের এই ছেলেগুলা হয়ত বিশ্ব ক্রিকেটে
অনেক বড় সম্পদ হবে।’
সিনিয়র সহকারী কোচ হয়ে ইতোমধ্যে মিরপুরে ক্রিকেটারদের সাথে কাজ করছেন সালাউদ্দিন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে পুরোদমে শুরু হবে সালাউদ্দিনের কাজ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।