বরিশাল এবারো যেন জাতীয় দল, ড্রাফটে সর্বোচ্চ খরুচে

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-14T19:27:48+06:00
আপডেট হয়েছে - 2024-10-14T22:05:38+06:00
হঠাৎ দেখায় মনে হতে পারে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল গতবারের মতো এবারো দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল গড়েছে। যে দল শিরোপার দৌড়ে এগিয়ে তো থাকবেই, নামের ভারেই হয়ে উঠতে পারে প্রতিপক্ষের আতঙ্ক।
বরিশালকে বিপিএল ইতিহাসের প্রথম শিরোপা এনে দেওয়া তামিম ইকবাল এবারো দলের অধিনায়ক। রিটেইন করেছিল আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকেও। মাহমুদউল্লাহ রিয়াদকে ছেড়ে দিলেও প্লেয়ার্স ড্রাফট থেকে শুরুতেই তাকে কিনে নেয় বরিশাল।
রিয়াদকে কেনার পরিকল্পনা আগে থেকেই ছিল বরিশালের, তা স্পষ্ট হয় প্লেয়ার্স ড্রাফটে স্বয়ং রিয়াদ এসে দলের ডেরায় যোগ দিলে। চ্যাম্পিয়ন বরিশাল মূলত অভিজ্ঞদের প্রাধান্য দিয়েছে আরও একবার। মোহাম্মদ নবী, কাইল মেয়ার্সকে দলে ধরে রাখার পাশাপাশি ড্রাফট থেকে নতুন করে যাদের দলে নিয়েছে, তাদের প্রত্যেকে পরীক্ষিত এবং অভিজ্ঞ।
তামিম ইকবালের দল কিছুটা ঝুঁকিও নিয়েছে। কেউ যখন রিশাদ হোসেনকে নিতে আগ্রহ দেখাচ্ছিল না, তখন বরিশাল ৬০ লাখ টাকা খরচ করে কিনে নেয় এই লেগ স্পিনারকে। এছাড়া স্পিনার তানভীর ইসলাম ও তাইজুল ইসলামকেও নিয়েছে দলে। ফিটনেস নিয়ে কিছুটা সংশয় থাকলেও পুরো মৌসুমের জন্য কিনে নেওয়া হয়েছে পেসার এবাদত হোসেন চৌধুরীকে।
ড্রাফটে যাদের নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল, তাদের একজন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ককে সিলেট স্ট্রাইকার্স দলে ধরে রাখেনি। ড্রাফটে প্রথম রাউন্ডেও শান্তকে কেউ কেনেনি। শেষপর্যন্ত বরিশালই একমাত্র দল হিসেবে শান্তকে নিয়ে আগ্রহ প্রকাশ করে। এছাড়া নাঈম হাসান, রিপন মণ্ডল, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম এবং বিদেশিদের মধ্যে জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা, নান্দ্রে বার্গারকে কিনেছে দলটি।
৬০ লাখ টাকা দামের 'এ' ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার দলভুক্ত করা বরিশাল শুধু ড্রাফটেই খরচ করেছে ৫ কোটি ৪৮ লাখ টাকা।
একনজরে দেখে নেওয়া যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের স্কোয়াড।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, ডেভিড মিলার, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল, জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা, এবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।