██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের সামনে সুপার এইটের সহজ সমীকরণ

সহজ সমীকরণ মেলাতে পারলেই সুপার এইটে চলে যাবে বাংলাদেশ।

বাংলাদেশের সামনে সুপার এইটের সহজ সমীকরণ

বাংলাদেশের সামনে সুপার এইটের সহজ সমীকরণ

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-06-16T15:35:51+06:00

আপডেট হয়েছে - 2024-06-16T15:35:51+06:00

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ বলতে গেলে সুপার এইটে এক পা দিয়েই ফেলেছে। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে সহজ সমীকরণটা মেলাতে পারলেই নিশ্চিত হবে টাইগারদের সুপার এইট। কাজ, সমীকরণ দুটোই বেশ সহজ। ফলে বাংলাদেশ সুপার এইটে যেতে না পারলেই বরং তা হবে অবাক করার মত ব্যাপার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  সুপার এইটের দ্বারপ্রান্তে বাংলাদেশ। 
গ্রুপ ডিথেকে ইতোমধ্যে সুপার এইটে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। অন্যদিকে গ্রুপের বাকি দুই দল নেপাল এবং শ্রীলঙ্কা সুপার এইটের দৌড়ে নেই। তাদের জন্য শেষ ম্যাচ শুধুই নিয়মরক্ষার।

 

সুপার এইটের জন্য বাংলাদেশের সামনে সবচেয়ে সহজ রাস্তা নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে দেওয়া। দারুণ ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশের নেপালের বিপক্ষে জেতার সম্ভাবনাটাই আপাতদৃষ্টিতে সবচেয়ে বেশি। নেপালও ভালো ক্রিকেট খেলছে, তবে সুপার এইটে খেলার কোনো সুযোগ নেই তাদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে বাংলাদেশ হারাতে পারলেই বীরের বেশে চলে যাবে সুপার এইটে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

বিশ্বকাপের চ্যালেঞ্জিং কন্ডিশনেও আলো ছড়াচ্ছেন টাইগার ব্যাটাররা। 

তবে যদি বাংলাদেশ নেপালের কাছে হেরে যায় তখন কিছুটা জটিল পরিস্থিতি সৃষ্টি হবে। নেপালের কাছে হারলে ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। সেখানে যদি নেদারল্যান্ডস জিতে যায় তাহলে তাদের পয়েন্টও হবে ৪। সমান পয়েন্টে থাকায় চলে আসবে নেট রান রেটের হিসাব।

 

নেট রান রেটের হিসাবেও বাংলাদেশের পথটাই বেশি মসৃণ। প্রথম ইনিংসে যদি ব্যাটিং দল ১৪০ রান তুলতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের হার এবং নেদারল্যান্ডসের জয়ের রানের ব্যবধান সর্বমোট ৫৩ এর চেয়ে কম হতে হবে। অর্থাৎ বাংলাদেশ যদি ৩৮ রানে হারে এবং নেদারল্যান্ডস যদি ১৪ রানে জিতে তাহলেও নেট রান রেটে এগিয়ে থাকবে বাংলাদেশ, সুপার এইটেও বাংলাদেশই যাবে। অন্যদিকে বাংলাদেশ যদি ১৪ রানে হারে এবং নেদারল্যান্ডস যদি ৩৮ রানে জিতে তাহলেও সুপার এইটের টিকিট কাটবে বাংলাদেশই।


কিন্তু দুই দলের হার এবং জয়ের রানের ব্যবধানের যোগফল যদি ৫৩ বা তার বেশি হয়ে যায় সেক্ষেত্রে নেদারল্যান্ডস নেট রান রেটের দিক দিয়ে বাংলাদেশকে টপকে যাবে। ফলে সুপার এইটে চলে যাবে ডাচরা।

  ছন্দে থাকা বাংলাদেশের সুপার এইটে খেলার পথটাই সবচেয়ে বেশি মসৃণ। 
আপাতদৃষ্টিতে সুপার এইটের রাস্তা বাংলাদেশের জন্যই সবচেয়ে সহজ এবং মসৃণ, কেবল নিজেদের ম্যাচে জিতলেও চলবে। অন্যদিকে নেদারল্যান্ডসের ভাগ্য ঝুলছে সুতোয়, নিজেদের ম্যাচে বড় ব্যবধানে জিততে তো হবেই, সেই সাথে বাংলাদেশের বড় ব্যবধানে হারও কামনা করতে হবে।


গ্রুপে বর্তমানে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচের মধ্যে ৪টিতেই জিতে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ ম্যাচে নেপালের কাছে হারতে হারতে জয়ের দেখা পায় তারা। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিতই আছে তারা। ৩ ম্যাচের মধ্যে ২ জয় পাওয়া বাংলাদেশ রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে, পয়েন্ট ৪। নেট রান রেটও বেশ ভালো টাইগারদের। ধনাত্মক ০.৪৭৮ নেট রান রেটটাও গ্রুপের সেরা দল দক্ষিণ আফ্রিকার চেয়েও ভালো। নেপালকে হারাতে পারলে নিশ্চিতভাবেই বাড়বে আরও।

 

অন্যদিকে গ্রুপের তলানির দুই দল নেপাল এবং শ্রীলঙ্কার পয়েন্ট ১ করে। সুপার এইটের দৌড় থেকে ছিটকে গেছে তারা। তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ২, নেট রান রেট ঋণাত্মক ০.৪০৮। গ্রুপে তাদের চেয়ে খারাপ নেট রান রেট আছে শুধু শ্রীলঙ্কার।

 

এমন পরিস্থিতি থেকে বাংলাদেশ সুপার এইটে যেতে না পারলে তাই অবাক করার মত ঘটনাই ঘটবে।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.