
র্যাংকিংয়ে এগোলেন সিরাজ-বুমরাহরা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-10T14:15:55+06:00
আপডেট হয়েছে - 2024-01-10T14:15:55+06:00
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার। ভারতের একাধিক ক্রিকেটার র্যাংকিংয়ে উন্নতি করেছেন। কেপটাউনে দেড় দিনে শেষ হওয়া টেস্ট ম্যাচে দারুণ পারফরম্যান্সের পুরস্কারটাই যেন পেলেন ভারতীয়রা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বল হাতে দুর্দান্ত ছিলেন সিরাজ। ছবি : গেটি ইমেজস
কেপটাউন টেস্টে প্রথম ইনিংসে ভারতের হয়ে ৬ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তোলেন জাসপ্রীত বুমরাহ। দুজনই এগিয়েছেন টেস্টের বোলারদের র্যাংকিংয়ে। বড় লাফ দিয়ে ১৩ ধাপ এগিয়ে সিরাজ আছেন ১৭তম স্থানে। এছাড়া ১ ধাপ উন্নতি করে সতীর্থ রবীন্দ্র জাদেজাকে পাঁচে ঠেলে দিয়ে বুমরাহ উঠে এসেছেন চার নম্বরে। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি ৯ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৮তম স্থানে।
ব্যাটারদের মধ্যে দুই ভারতীয় বিরাট কোহলি এবং রোহিত শর্মা উন্নতি করেছেন র্যাংকিংয়ে। ৩ ধাপ উন্নতি করে বর্তমানে ৬ নম্বরে আছেন বিরাট কোহলি। অন্যদিকে ৪ ধাপ উন্নতি করে ১০ম স্থানে আছেন রোহিত। কেপটাউন টেস্টের একমাত্র ৫০+ রান করা ব্যাটার এইডেন মারক্রাম ৯ ধাপ উন্নতি করে রয়েছেন ২০তম স্থানে।
এছাড়া সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক প্যাট কামিন্স ৬ উইকেট তুলে সিরিজসেরা হয়ে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিনে নেমে গেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। আরেক অজি পেসার জশ হ্যাজলউড ৪ ধাপ এগিয়ে রয়েছেন ৭ম স্থানে। বর্তমানে ২ নম্বরে থাকা কামিন্সের রেটিং ৮৫৮, তিনে থাকা রাবাদার রেটিং ৮৫১। অন্যদিকে ৮৬৩ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
সিডনিতে জোড়া ফিফটি হাঁকিয়ে ৩ ধাপ এগিয়ে ব্যাটারদের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছেন মারনাস লাবুশেন। ৮৮ এবং ২৮ রানের দারুণ দুটি ইনিংস খেলা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ১০ ধাপ উন্নতি করে উঠেছেন ১৭তম স্থানে। ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন।
র্যাংকিংয়ে উন্নতি করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ছবি : গেটি ইমেজস
শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ওয়ানডে ম্যাচের ফলেও র্যাংকিংয়ে ওলটপালট হয়েছে। স্পিনার মাহিশ থিকশানা ক্যারিয়ারসের ৬৩৪ রেটিং নিয়ে ধাপ এগিয়ে উঠেছেন নিজের সেরা অবস্থান ১১তম স্থানে। জিম্বাবুয়ের পেসার রিচার্ড নাগাভারা ২৩ ধাপ এগিয়ে উঠেছেন ২৭তম স্থানে।
এছাড়া ব্যাটারদের মধ্যে ২ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলা জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন ১২ ধাপ উন্নতি করে রয়েছেন ৭৬তম স্থানে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে ভালো করে বোলারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৯ ধাপ উন্নতি করে ৪৭তম স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের নাভিন-উল-হক। এছাড়া আমিরাতের অলরাউন্ডার আলি নাসের অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে আছেন ৪৬তম স্থানে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।