ডিপিএলে নতুন ঠিকানায় সাকিব, বিপিএলের মাঝে বদলালেন দল
বিপিএল চলাকালীনই দল বদলেছেন সাকিব আল হাসান।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-02-28T23:32:40+06:00
আপডেট হয়েছে - 2024-02-28T23:32:40+06:00
শুরু হতে যাচ্ছে ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ)। নতুন মৌসুম সামনে রেখে শুরু হয়েছে দলবদলও। আগেই জানা গিয়েছিল দল পাল্টাতে পারেন সাকিব। দলবদলের প্রথম দিনেই অনলাইনে দল বদলেছেন সাকিব। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিশ্বসেরা অলরাউন্ডার গত মৌসুমে মোহামেডানে খেললেও এবার খেলবেন শেখ জামালে। সাকিবের সাথে একই দলে যোগ দিয়েছেন ইয়াসির আলী, রিপন মন্ডলরা। দল-বদলের প্রথম দিনে অংশ নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, পারটেক্স, গাজী টায়ার্স, শাইনপুকুর ও সিটি ক্লাব। এর বাইরে প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন কয়েকজন। তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন সাব্বির রহমান, এনামুল হক ও সানজামুল ইসলাম। গতবারের মতো এবারও প্রাইম ব্যাংকে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
গত বার প্রাইম ব্যাংকের হয়ে খেলা জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম খেলবেন আবাহনীর হয়ে। মোহামেডান থেকে আবাহনীতে যোগ দিচ্ছেন জাতীয় দলের আরেক পেসার খালেদ আহমেদ। তরুণ ফাস্ট বোলার নাহিদ রানাকে দেখা যাবে আবাহনীর জার্সিতে। আরেক বড় নাম তাওহিদ হৃদয়ও এবার খেলবেন আবাহনীর হয়ে। গতবার তিনি ছিলেন শেখ জামালে। অভিজ্ঞদের মধ্যে মুমিনুল হকের নতুন ঠিকানা হতে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। গতবার ব্রাদার্স ইউনিয়নে খেলা তানজিদ হাসান তামিমের নতুন ঠিকানা হয়েছে শাইনপুকুর।
এবারের প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার থাকছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজে জাতীয় দলের খেলা থাকায় দলগুলো শুরুতে পাবে না তারকা ক্রিকেটারদেরও। আগামী ৯ মার্চ শুরু হওয়ার কথা ডিপিএলের এবারের আসর।
প্রথম দিন দলবদল হওয়া উল্লেখযোগ্য ক্রিকেটাররা:
শেখ জামাল : সাকিব আল হাসান, ইয়াসির আলী, ইয়াসির আরাফাত, টিপু সুলতান
প্রাইম ব্যাংক : সাব্বির রহমান, সানজামুল ইসলাম, এনামুল হক বিজয়
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : তানজিদ হাসান তামিম, আকবর আলী, মার্শাল আইয়ুব, মুকিদুল ইসলাম মুগ্ধ, রবিউল হক, এনামুল হক, ইরফান শুক্কুর, আরাফাত সানি।
পারটেক্স স্পোর্টিং ক্লাব : মুনিম শাহরিয়ার, আজমির আহমেদ, মিজানুর রহমান, অভিষেক মিত্র, মুক্তার আলী, মাইশুকুর রহমান।
রূপগঞ্জ টাইগার্স : শামসুর রহমান, সোহাগ গাজী,নাবিল সামাদ, কাজী অনিক, আইচ মোল্লা, রোহানাত দৌলত বর্ষণ।
সিটি ক্লাব : মো: হাসানুজ্জামান, আসাদুল্লাহ গালিব, সাদিকুর রহমান।
গাজী টায়ার্স : ইফতেখার হোসেন, তাহজিবুল ইসলাম, তৌফিক আহমেদ, মেহরাব হোসেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।